লাইসেন্স সংগ্রহে চালকদের আসতে হবে না বিআরটিএ অফিস

স্থায়ী ই-ড্রাইভিং লাইসেন্স চালু

Passenger Voice    |    ১০:৪৭ এএম, ২০২৪-০৪-২৪


স্থায়ী ই-ড্রাইভিং লাইসেন্স চালু

ই-লাইসেন্স চালু হওয়ায় সরকারেরও অনেক ব্যয় সাশ্রয় হবে। বিআরটিএ’র কর্মকর্তাদের মতে, প্রচলিত প্লাস্টিক কার্ড উৎপাদন ও বিতরণের ১০০ কোটি টাকার বেশি ব্যয় আর করতে হবে না।  প্রচলিত প্লাস্টিক কার্ডের বদলে স্থায়ী ইলেকট্রনিক ড্রাইভিং লাইসেন্স চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।   এতে চালকদের সবসময় ড্রাইভিং লাইসেন্স বহনের বাধ্যবাধকতা দূর হচ্ছে। চালকরা মোবাইলফোনের মাধ্যমে এই লাইসেন্স দেখাতে পারবেন। তাছাড়া, আগের পদ্ধতিগুলোর চেয়ে ই- লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া দ্রুত ও কার্যকরী হবে। 

ই-লাইসেন্স চালু হওয়ায় সরকারেরও অনেক ব্যয় সাশ্রয় হবে। বিআরটিএ'র কর্মকর্তাদের মতে, প্রচলিত প্লাস্টিক কার্ড উৎপাদন ও বিতরণের ১০০ কোটি টাকার বেশি ব্যয় আর করতে হবে না। 

এরআগে অস্থায়ী ই-ড্রাইভিং লাইসেন্স ইস্যু করেছিল বিআরটিএ। তবে ২৪ মার্চ তারিখের এক গ্যাজেট প্রজ্ঞাপনে স্থায়ী ই-লাইসেন্স চালুর কথা বলা হয়েছে। 

বিআরটিএ'র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, "ই-লাইসেন্সের মূল সুবিধা হচ্ছে– দ্রুত জারি করা এবং অনলাইনে তা অ্যাক্সেস করতে পারা। লাইসেন্স সংগ্রহ করতে চালকদের বিআরটিএ অফিসেও আর আসতে হবে না।" 

তিনি বলেন, 'ই-লাইসেন্স স্মার্টফোন দিয়ে সহজেই দেখা যায়, এটি বয়ে নিয়ে বেড়ানোর কোনো ঝক্কি যেমন থাকে না, তেমনই ব্যবহার-বান্ধব। কার্ড উৎপাদনে আগে সরকারকে ১০০ কোটি টাকার বেশি ব্যয় করতে হতো, এখন সেটা সাশ্রয় হবে।"

ই-লাইন্সেসের অপব্যবহার ঠেকাতে শক্তিশালী নিরাপত্তা প্রটোকল বাস্তবায়ন করেছে বিআরটিএ। অ্যান্ড্রয়েড ও আইওএস- চালিত স্মার্টফোনের ডিএল চেকার অ্যাপ দিয়ে লাইসেন্স চেক করা যাবে। 

বিদেশে বাংলাদেশি গাড়িচালকদের ই-লাইসেন্স ব্যবহারের বিষয়ে নুর মোহাম্মদ মজুমদার বলেন, দেশের বাইরেও এগুলোর গ্রহণযোগ্যতা সহজতর করার চেষ্টা চলছে। 

বিআরটিএ চেয়ারম্যান আরো বলেন, "আমাদের ই-লাইসেন্সের বিষয়ে বাইরের দেশগুলোর যেকোনো উদ্বেগ সমাধানের জন্য আমরা প্রস্তুত আছি। বাংলাদেশি নাগরিকরা যেসব দেশে গাড়িচালক হিসেবে কাজ করছেন, সেখানে ই-লাইসেন্সের গ্রহণযোগ্যতা সুরক্ষিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

স্মার্টফোন দিয়ে এটি সহজে এক্সেস করা যাবে, এমন আশ্বাস দিয়ে তিনি বলেন, ন্যূনতম ফির বিনিময়ে পলিকার্বনেট কার্ডে লাইসেন্স নেওয়ার সুযোগও থাকবে। "স্মার্টফোন থাকুক বা না থাকুক, সব ড্রাইভারের জন্য লাইসেন্স গ্রহণের সুবিধা নিশ্চিত করা হবে। যাদের স্মার্টফোন নেই তারা কার্ডে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন।"

 

 

 

প্যা/ভ/ম